kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ০৯:১১ | পড়া যাবে ১ মিনিটেসফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর পরীক্ষা চালিয়েছে ভারত। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওড়িশা উপকূলের এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে এই ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার এবং পরিধি ২ মিটার। ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এতে তিন স্তরীয় রকেট বুস্টার আছে। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার ‍দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেই সঙ্গে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতেও সক্ষম ।

অগ্নি-১ থেকে ৫ এই পুরো সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতের সরকারি সংস্থা ডিআরডিও। এখন পর্যন্ত অগ্নি ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি-৫-এর পাল্লা সবচেয়ে বেশি।

ক্ষেপণাস্ত্রটির সফল এই পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে অগ্নি-৫ এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছতে পারবে।সাতদিনের সেরা