kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সনাতন ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে

অনলাইন ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ১২:৪৪ | পড়া যাবে ১ মিনিটেসনাতন ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে

মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুর্কোনোর তৃতীয় কন্যা সুকমাবতী সুকর্নোপুত্রি। মঙ্গলবার নিজের ৭০তম জন্মবার্ষিকীতে বালিতে সনাতন ধর্ম গ্রহণ করেন সুকর্নোপুত্রি।

সুকমাবতী জানান, তার স্বামী মারা যাওয়ার পরেই তিনি সনাতন ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। বালির অধিকাংশ মানুষ হিন্দুধর্মালম্বী হওয়ার কারণে সনাতন ধর্ম গ্রহণ করেছেন তিনি।

আইনজীবী জানান, হিন্দু ধর্মের বিষয়ে অনেক জ্ঞান রয়েছে সুকমাবতীর। হিন্দু ধর্মের আচার সম্পর্কেও অনেক কিছু জানেন তিনি।

২০১৮ সালে সুকমাবতীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ উঠেছিলো। সুকমাবতী একটা কবিতায় বলেছিলেন, বোরকা পড়ার চেয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খোঁপা অনেক ভালো। তার পরই সুকমাবতীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে।সাতদিনের সেরা