kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত পাঁচ

অনলাইন ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ০৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত পাঁচ

ভারতে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে। গতকাল মঙ্গলবার ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলছে, আতশবাজির এক দোকানে হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। 

পুলিশ আরো জানিয়েছে, বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর কর্মীরা। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। 

জানা গেছে, আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক অনুমান, এ ঘটনায় নিহতরা দোকানের মালিক ও কর্মচারী।

সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা