kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে লড়াই, ৫০ সেনা নিহত

অনলাইন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২১ ১৫:২৯ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে লড়াই, ৫০ সেনা নিহত

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সেনাশাসনবিরোধী গোষ্ঠীগুলোর প্রতিরোধ জোরদার হচ্ছে। কয়েক দিন ধরে মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গুন, সেগিং, মাগউই, এয়ারবতিসহ বিভিন্ন শহর এবং কায়াহ ও শান রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে বিরোধী গোষ্ঠীগুলোর তুমুল লড়াই হয়েছে। এ হামলা–সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সাগাইং অঞ্চলের মায়ং শহরের কিয়াউকিত পুলিশ স্টেশনে গত রবিবার বিকেলে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায়। এতে প্রতিরোধযোদ্ধাদের সাতটি দল অংশ নেয় বলে জানিয়েছে ইউনিয়ন ডিফেন্স অ্যান্ড লিবারেশন অ্যালায়েন্স। দুই ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে অন্তত পাঁচ জান্তা সেনা নিহত ও একজন প্রতিরোধযোদ্ধা আহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।

সূত্র : ইরাবতি।সাতদিনের সেরা