kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

ইয়েমেনে ৭২ ঘণ্টায় ২৬০ হুথি বিদ্রোহীকে হত্যার দাবি

অনলাইন ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২১ ১৬:৪৩ | পড়া যাবে ১ মিনিটেইয়েমেনে ৭২ ঘণ্টায় ২৬০ হুথি বিদ্রোহীকে হত্যার দাবি

ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা কৌশলগত শহর মারিবের কাছে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জোট জানায়, মারিবের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার (৩০ কিলোমিটার) আল-কাসারায় গত ৭২ ঘণ্টার হামলায় ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি জোট। এ ধরনের হামলায় গত সপ্তাহে ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করেছিল তারা।

সূত্র : বাসস।সাতদিনের সেরা