kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত এক, আহত সাত

অনলাইন ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৭ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত এক, আহত সাত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের পাশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরো সাত জন।

সরকারি কর্মকর্তারা বলছেন, গতকাল শনিবার হঠাৎ করেই হামলা চালান একজন অস্ত্রধারী। তার চালানো এলোপাতাড়ি গুলি আট জনকে লাগে। তাদের মধ্যে একজন মারা গেছেন। 

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) বলছে, গুলিবিদ্ধ একজন মারা গেলেও অন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

বন্দুক হামলায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমনকি হামলার কারণ কিংবা কারা হামলা চালিয়েছে, সেটাও নিশ্চিত নয় পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি।সাতদিনের সেরা