kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২১ ১৩:৪০ | পড়া যাবে ১ মিনিটেমুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা (ভিডিওসহ)

ভারতে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ৬০ তলা ভবনের ১৭ তলায় আগুন লাগার পর তা মুহূর্তের মধ্যে ২৫ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২ টায় মুম্বাইয়ের লালবাগ এলাকার একটি ভবনের ১৭ তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে একজন ২০ তলার বারান্দা থেকে লাফ দিয়েছেন। আগুন নেভাতে এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দল।

আশঙ্কা করা হয়েছে অনেকেই ওই ভবনে আটকে পড়েছেন। সেই সাথে অনেক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। আবাসিক ওই ভবনটিতে একাধিক পরিবারের বসবাস।

স্থানীয় মেয়র কিশোরী পেদনেকার এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।সাতদিনের সেরা