kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি, তিনজনের প্রাণহানি

অনলাইন ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ১৪:০৭ | পড়া যাবে ১ মিনিটেভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি, তিনজনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্পে অন্তত তিন জন মারা গেছে এবং আহত হয়েছে সাতজন। সেখানে চার দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ভূমিকম্প শুরু হলে মানুষজন দৌড়ে ঘরের বাইরে বের হয়ে আসতে থাকে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাস মহামারির সময়ে বন্ধ থাকার পর দ্বীপটি পর্যটকদের জন্য খুলে যাওয়ার শুরুতেই ভূমিকম্পের ঘটনা ঘটলো।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক আট। বালি পোর্ট থেকে ৬২ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সেখানকার সন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান জেড ডারমাডা বলেন, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে আমরা আরো খোঁজ নিচ্ছি। আহতদের মধ্যে কারো মেরুদণ্ড ভেঙে গেছে, আবার কারো মাথা ফেটে গেছে।
সূত্র: আল-জাজিরা।সাতদিনের সেরা