kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

৮ নভেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ১৩:২৪ | পড়া যাবে ১ মিনিটে৮ নভেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য চলতি বছরের ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সীমানা খুলে দেওয়া হবে। ওইদিন থেকে ৩৩টি দেশের পর্যটক যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

হোয়াইট হাউস থেকে ঘোষণা করা নতুন নিয়মে বলা হয়েছে, টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা ভ্রমণের ৭২ ঘণ্টার ভেতর করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফল পেয়েছেন, কেবল তারাই প্রবেশ করতে পারবেন।

গত বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে যে কড়াকড়ি শুরু হয়েছিল, ৩৩টি দেশ থেকে ভ্রমণার্থীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পাওয়ার মধ্য দিয়ে তার অবসান ঘটতে যাচ্ছে।

জানা গেছে, এই নিয়মের ফলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং ব্রিটেন, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণার্থীরা শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।
সূত্র: বিবিসি।সাতদিনের সেরা