kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরালেন শোভন

অনলাইন ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ১১:০৬ | পড়া যাবে ১ মিনিটেবৈশাখীর সিঁথিতে সিঁদুর পরালেন শোভন

বৈশাখী ব্যানার্জির সঙ্গে কলকাতার সাবেক মেয়র শোভন চ্যাটার্জির মন দেওয়া-নেওয়া পুরনো খবর। এবার বৈশাখীর সিথিঁতে সিঁদুর দিলেন শোভন।

দুর্গাকে সাক্ষী রেখে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়েয়েছেন শোভন। দুর্গাপূজা শুরুর আগে থেকেই সংবাদের শিরোনামে ছিলেন তারা।

কয়েকদিন ধরেই তাদের নাচ-গানের ভিডিও, পূজার ফ্যাশন আলোচনায় আছে। দুর্গার বিদায়ের দিন তাদের সম্পর্ক পূর্ণতা পেল।

জানা গেছে, গতকাল শুক্রবার বিরাটিতে পারিবারিক দুর্গাপূজায় শামিল হন শোভন ও বৈশাখী। সেখানেই দেবী বরণের পর সিঁদুরখেলায় মেতে ওঠেন তারা। তাদের সঙ্গে ছিলেন বৈশাখীর মেয়েও।

ওই সময় বৈশাখীর সিঁথিতেও সিঁদুর লাগিয়ে দেন শোভন। সেই মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন বৈশাখী। সঙ্গে জানিয়েছেন বিজয়ার শুভেচ্ছা।

বৈশাখী বলেন, অনেকে অনেক কথাই বলেছেন। অনেকে ভেবেছেন হয়তো শোভন আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেবে না। কিন্তু আজ সিঁথিতে সিঁদুর পরিয়ে সত্যিই স্বীকৃতি দিল। আমার কাছে দুর্গাপূজার দুই দিন খুবই প্রিয়। এক অষ্টমী আর অন্যটি বিজয়া। আর এবারের বিজয়া দশমী সত্যিই স্মরণীয় হয়ে রইলো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।সাতদিনের সেরা