kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

হাসপাতালে বিল ক্লিনটন

অনলাইন ডেস্ক   

১৫ অক্টোবর, ২০২১ ১২:২৮ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতালে বিল ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ইউসি ইরভিন মেডিক্যাল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার তিনি ভর্তি হয়েছেন। 

আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাসপাতালে বিল ক্লিনটন কী চিকিৎসা নিচ্ছেন, তা জানা যায়নি। তিনি করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা বলেছেন, ৭৫ বছর বয়সী বিল ক্লিনটন সুস্থ ও প্রাণবন্ত আছেন। তবে বিষয়টি স্পষ্ট নয় যে, কী চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বিল ক্লিনটনের হৃদরোগজনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে।

বিল ক্লিনটনের চিকিৎসক জানিয়েছেন, তার অ্যান্টিবায়োটিক ও ফ্লুইড নেওয়া চলছিল। নিয়মিত মনিটরিংয়ের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। 

জানা গেছে, দুই দিনের চিকিৎসা সেবার পর এখন তিনি কিছুটা ভালো বোধ করছেন। ইউসি ইরভিন মেডিকেল সেন্টার ক্লিনটনের নিউইয়র্ক মেডিক্যাল টিম জানিয়েছে, শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।
সূত্র: আল-জাজিরা।সাতদিনের সেরা