kalerkantho

শনিবার । ৭ কার্তিক ১৪২৮। ২৩ অক্টোবর ২০২১। ১৫ রবিউল আউয়াল ১৪৪৩

তাইওয়ানে অগ্নিকাণ্ডে নিহত ২৫, ক্ষতিগ্রস্ত ১৩ ভবন

অনলাইন ডেস্ক   

১৪ অক্টোবর, ২০২১ ১৩:২৯ | পড়া যাবে ১ মিনিটেতাইওয়ানে অগ্নিকাণ্ডে নিহত ২৫, ক্ষতিগ্রস্ত ১৩ ভবন

তাইওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৩টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাওসিউং শহরের দমকল বিভাগের কর্মকর্তারা বলছেন, অন্তত ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৪ জন।

দমকল বিভাগ থেকে আরো জানানো হয়েছে, অন্তত ১১ জনকে হাসপাতালে মৃত ঘোষণার পর মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগা ভবনগুলোতে এখনো তল্লাশি চালাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।
সূত্র: এবিসি নিউজ।সাতদিনের সেরা