kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

স্যুটের সঙ্গে স্যান্ডেল পরে রেড কার্পেটে কিম!

অনলাইন ডেস্ক   

১২ অক্টোবর, ২০২১ ১৭:৪৪ | পড়া যাবে ১ মিনিটেস্যুটের সঙ্গে স্যান্ডেল পরে রেড কার্পেটে কিম!

কিম জং উন বিশ্ব রাজনীতিতে একটি আলোচিত নাম। উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা এবার স্যুট-বুট নয়, স্যুটের সঙ্গে স্যান্ডেল পরে আলোচনার জন্ম দিয়েছেন। সাদামাটা আরামদায়ক স্যান্ডেল পরেই হেঁটে বেড়ালেন রেড কার্পেটে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে গত রবিবার যোগ দেন কিম। সেখানে রেড কার্পেটে স্যুটের সঙ্গে স্যান্ডেল পরে হাজির হন তিনি। 

দেখা যায়, ফরমাল কালো স্যুট, বার্গেন্ডি টাই ও অর্ধেক রিম’র চশমা সবকিছুতেই ছিল আভিজাত্য। কিন্তু সেসব ছাপিয়ে বিশ্বের নজর কেড়ে নিয়েছে তার কালো মোজার ওপর পরা কালো জুতা। কেনো জুতার বদলে স্যান্ডেল পরলেন তা নিয়েও তৈরি হয়েছে নানা গুঞ্জন।

কেউ কেউ মনে করছেন, পায়ে সমস্যার কারণেই হয়তো এ পদক্ষেপ। গত কয়েক মাসে বেশ কয়েকবারই কিময়ের অসুস্থতার গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি তার ওজনও কমেছে অনেকটা। দীর্ঘ বক্তৃতার সময় তাকে দেখা যায় বিশেষ নরম ম্যাটের ওপর দাঁড়াতে।

সূত্র: রয়টার্স।সাতদিনের সেরা