kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ১১

অনলাইন ডেস্ক   

১২ অক্টোবর, ২০২১ ১৪:৫৭ | পড়া যাবে ১ মিনিটেফিলিপাইনে ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ১১

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কমপাসুর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৯ জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন। দেশটির দুর্যোগ সংস্থা এ বিষয়ে নিশ্চিত করেছে।

ঘূর্ণিঝড়ে কমপাসুতে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১০০ কিলোমিটার। আগের একটি সাইক্লোনের সঙ্গে সংযুক্ত হয়ে শক্তিশালী হয় কমপাসু। ঘূর্ণিঝড় কবলিত ১ হাজার ৬শ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে ভূমিধসে চারজন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ প্রদেশ পালওয়ানে পাঁচজনের মৃত্যু হয়েছে । তারা এসব প্রতিবেদন যাচাই করে দেখছে বলে সংস্থাটি জানিয়েছে।

নিখোঁজ ১১ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের মুখপাত্র  হ্যারি রোকে জানিয়েছেন, সরকার দুর্যোগ মোকাবেলার সামগ্রিক উদ্যোগ পর্যবেক্ষণ করছে।

সাত হাজার ছয় শরও বেশি দ্বীপমালা নিয়ে গঠিত ফিলিপাইনে বছরে প্রায় ২০টির মতো ঝড় বা টাইফুন আঘাত হানে।সাতদিনের সেরা