kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

মাথায় ভেঙে পড়ল মঞ্চসজ্জা, মৃত্যু হলো থিয়েটারকর্মীর

অনলাইন ডেস্ক   

১০ অক্টোবর, ২০২১ ১৬:৫৬ | পড়া যাবে ২ মিনিটেমাথায় ভেঙে পড়ল মঞ্চসজ্জা, মৃত্যু হলো থিয়েটারকর্মীর

মস্কোতে অবস্থিত বিশ্ববিখ্যাত বালশোই থিয়েটার

রাশিয়ার একটি থিয়েটারে মঞ্চসজ্জা ভেঙে পড়ে এক অভিনয়শিল্পীর প্রাণ গিয়েছে। মস্কোতে অবস্থিত বিশ্ববিখ্যাত বালশোই থিয়েটারে এ ঘটনা ঘটে। 

থিয়েটার কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেলে ইয়েভগেনি কুলেশ নামের ওই অভিনেতা পারফরম করছিলেন। এ সময় সাদকো অপেরার সেট বদলানোর সময় মঞ্চসজ্জা তাঁর ওপর ভেঙে পড়ে। এ ঘটনায় তিনি নিহত হন।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে অপেরার কম্পোজার নিকোলাই রিমস্কি-কোরসাকভ সেটি বন্ধ করে দেন এবং আগত দর্শকদের দ্রুত হল ত্যাগের অনুরোধ করেন।

মস্কোর তদন্ত কমিটি বলছে, কিভাবে ৩৭ বছর বয়সী ওই অভিনেতার মৃত্যু হলো তা তারা খতিয়ে দেখছে।

স্থানীয় সূত্র বলছে, নিহত কুলেশ ২০০২ সাল থেকে ওই থিয়েটারের সঙ্গে সংযুক্ত। অনলাইনে শেয়ার করা কিছু ফুটেজে দেখা গেছে- আতঙ্কিত অভিনয়শিল্পীরা কর্মীদের কাছে অনুরোধ করছেন কুলেশ ওপর পড়া একটি খুঁটি সরানোর জন্য। দর্শকরা প্রথমে ভেবেছিলেন, এটা একধরনের স্টেজ ট্রিক। পরে তারা উপলব্ধি করেন আসলে কি ঘটেছে এবং তারপর তারা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন।

ঠিক এমন আরেকটি ঘটনা এই থিয়েটারে ২০১৩ সালেও ঘটেছিল। সেবার ভিক্টর সেদভ নামে একজন বয়স্ক বেহালা বাদকের মৃত্যু হয় অর্কেস্ট্রা পিট এ পড়ে। তিনি চার দশক ধরে ওই থিয়েটারের অর্কেস্ট্রা দলে বাদক হিসেবে কাজ করছিলেন।
সূত্র : ইনডিপেনডেন্টসাতদিনের সেরা