kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

তালেবান বলছে 'অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত, কিন্তু নির্বাচন নয়'

অনলাইন ডেস্ক   

১০ অক্টোবর, ২০২১ ০৯:০৬ | পড়া যাবে ১ মিনিটেতালেবান বলছে 'অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত, কিন্তু নির্বাচন নয়'

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের। এরই মধ্যে অবশ্য বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের তালেবান নেতৃত্বাধীন সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সুহাইল শাহীন আরো বলেছেন, ভবিষ্যতে নারীদেরও সরকারে যুক্ত করা হবে। তবে নির্বাচনভিত্তিক সরকার জনগণ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর শনি ও রবিবার প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। 

কাতারের রাজধানী দোহায় এই আলোচনা শুরুর প্রাক্কালে অন্তর্ভুক্তিমূলক সরকার ও নির্বাচন নিয়ে নিজ দলের অবস্থান স্পষ্ট করেন সুহাইল শাহিন।
সূত্র: আল-জাজিরা।সাতদিনের সেরা