kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

সুইডিশ শিশুদের শনিবার মিষ্টি খাওয়ার ঐতিহ্য

অনলাইন ডেস্ক   

৮ অক্টোবর, ২০২১ ১১:৩১ | পড়া যাবে ২ মিনিটেসুইডিশ শিশুদের শনিবার মিষ্টি খাওয়ার ঐতিহ্য

সুইডেনে বহু বছর আগে থেকে শিশুরা মিষ্টি খেতে শনিবারের জন্য অপেক্ষায় থাকে। শনিবার মিষ্টি খাওয়ার এই ঐতিহ্য সুইডিশদের অনেক বড় শিক্ষা দেয়।

এখনো সুইডেনের বহু মানুষ সন্তানদের শনিবার এলেই মিষ্টি কিনে দেন। ছেলে-মেয়েরাও তাদের মা-বাবার সঙ্গে মিষ্টি কিনতে বের হয় এই দিনে।

সুইডেনে শনিবার মিষ্টি কেনার ক্ষেত্রে একটি শব্দ প্রচলিত আছে; তা হলো- লর্ডাগসগোডিস।  এর অর্থ শনিবারের মিষ্টি।

১৯৮০-এর দশকে বেড়ে ওঠা রবার্ট লুনডিন এ ব্যাপারে বলেছেন, লর্ডাগসগোডিস সব সময় বিশেষ কিছু। আমি নিজেও সেই সময়টা অনেক বেশি মিস করি। 

তিনি আরো জানান, আমার পাঁচ বছর বয়সী মেয়ে আছে। এখন তাকে আমি শনিবার এলেই মিষ্টি কিনে দিই। আর সে এই দিনটার জন্য সপ্তাহ ধরে অপেক্ষায় থাকে। 

তিনি আরো বলেন, আপনি শনিবারের মিষ্টির জন্য অপেক্ষা করছেন, এটা অন্য রকম এক অনুভূতি। বাবা-মায়ের কাছে দৃশ্যত এটি ছোট হলেও অনেক বড় ঘটনা। মেয়ের সেই অপেক্ষার বিষয়টি আমি দেখি আর অভিভূত হই।

জানা গেছে, শনিবার এলেই শিশুদের মিষ্টি কিনে দেওয়ার ধারণার প্রচলন ১৯৫০-এর দশকে। সুইডেনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধারণার প্রচলন করেন। দাঁত নষ্ট হওয়ার হাত থেকে শিশুদের রক্ষার জন্য এ ধারণার প্রচলন করেন তারা। পরে এটি জনপ্রিয়তা পায়।
সূত্র : বিবিসি।সাতদিনের সেরা