kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

রাজনীতি ছাড়লেন প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৯ | পড়া যাবে ১ মিনিটেরাজনীতি ছাড়লেন প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা

পুরনো ছবি

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। এক টুইট বার্তায় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ওই টুইট বার্তায় শর্মিষ্ঠা লিখেছেন, সবাইকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। 

তিনি আরো লিখেছেন, সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন- তিনি দেশের সেবা, জাতির সেবা করবেন, তিনি অন্য ভাবেও করতে পারেন।

শর্মিষ্ঠা বলেছেন, রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত ক্ষুধা দরকার। কিন্তু আমার মধ্যে সেই ক্ষুধাটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।

নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে দলের সভাপতি সোনিয়া গান্ধী, মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে কয়েক মাস আগে জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
সূত্র: আনন্দবাজার।সাতদিনের সেরা