kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

শর্তসাপেক্ষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত কিমের বোন

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেশর্তসাপেক্ষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত কিমের বোন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা ফের শুরু করতে চায় উত্তর কোরিয়া, এমনটাই জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং। তবে এজন্য দক্ষিণ কোরিয়াকে তাদের শত্রু ভাবাপন্ন মনোভাব বাদ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন, দুই কোরিয়া ও তাদের মিত্র দেশগুলোর মধ্যে সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি এবং কোরিয়ান উপদ্বীপের মধ্যে শান্তি স্থাপনের জন্য আলোচনার আহ্বান জানান। দুই কোরিয়ার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সমর্থন জানিয়ে আসছে। অন্যদিকে চীনকে বলা হয় উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। 

প্রথমে উত্তর কোরিয়ার মন্ত্রীরা এই আলোচনায় বসার প্রস্তাবকে ‘অপরিপক্ক’ বলে বাতিল ঘোষণা করলেও  শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে কিমের বোন এই ধারণাকে ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেছেন।

১৯৫৩ সালে  যুদ্ধবিরতি প্রস্তাবের পর থেকেই দুই কোরিয়ার মধ্যে কৌশলগত যুদ্ধ চলছে।  সাতদিনের সেরা