kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

আসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে হামলা, ৫ হিন্দুসেনা আটক

অনলাইন ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০২ | পড়া যাবে ১ মিনিটেআসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে হামলা, ৫ হিন্দুসেনা আটক

ভারতের হায়দরাবাদের সংসদ সদস্য ও মুসলিম নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়িতে হামলা হয়েছে। এ ঘটনায় হিন্দুসেনার পাঁচজনকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির অশোক রোডের বাড়িতে কুড়াল ও লাঠি নিয়ে হিন্দুসেনারা এই হামলা করে এবং হামলাকারীরা নিজেদের ‘হিন্দুসেনা’ নামে এক গোষ্ঠীর সদস্য বলে জানায়। হামলার সময় বাড়িতে ছিলেন না আসাদউদ্দিন ওয়াইসি।

১৩ জন হামলাকারী তাঁর বাড়িতে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, হামলাকারীরা ধর্মীয় স্লোগান দিচ্ছিল। এমনকি তাঁকে প্রাণে মারারও হুমকি দিয়েছে।

ওয়াইসির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ি থেকে তাঁর বাড়ি মাত্র আট মিনিটের হাঁটাপথ। এর পরও একজন সংসদ সদস্যের বাড়ি নিরাপদ না হলে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী চাইছেন তা বোঝা যায়।

সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা