kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

ক্যাপিটল প্রাঙ্গণে ট্রাম্প সমর্থকদের মিছিল

অনলাইন ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:১০ | পড়া যাবে ১ মিনিটেক্যাপিটল প্রাঙ্গণে ট্রাম্প সমর্থকদের মিছিল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে জমায়েত হয়েছেন। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলাকারীদের সমর্থনে গতকাল শনিবার সেখানে জমায়েত হন তারা। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে বিক্ষোভকারীর সংখ্যা ১০০ থেকে ২০০ জন হবে। 

জানা গেছে, তাদের অনেকের কাঁধে ডানপন্থী-গোষ্ঠী থ্রি পার্সেন্টার্সের পতাকা ছিল। চলতি বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে হাজার হাজার মানুষ হামলা করেছিল, তাদের তুলনায় এ সংখ্যা অবশ্য কম।

আবারো হামলার আশঙ্কায় প্রথম হামলার ছয় মাসের মাথায় এসে আট ফুট উঁচু বেষ্টনী দেওয়া হয়েছে ক্যাপিটল ভবনের চারপাশ দিয়ে। এ ছাড়া ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যও মোতায়েন করা রয়েছে।
সূত্র : রয়টার্স।সাতদিনের সেরা