kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১১

১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০৩ | পড়া যাবে ১ মিনিটেসোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ১১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কজন সেনাসদস্য রয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার মোগাদিসুর ব্যস্ত চায়ের দোকানের কাছে প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আত্মঘাতী। আল-কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখনো তদন্ত চলছে। পরিস্থিতি খতিয়ে দেখা গেছে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি জানান, হামলার ঘটনায় কমপক্ষে ছয় নিরাপত্তা সদস্য এবং বেশ কজন বেসামরিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবল। তিনি একে নির্বিচারে হামলার ঘটনা বলে উল্লেখ করেন।
সূত্র : আলজাজিরাসাতদিনের সেরা