kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

শি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক   

১০ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৪ | পড়া যাবে ১ মিনিটেশি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বললেন বাইডেন

ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার তারা ফোনে কথা বলেছেন বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তৃত এবং কৌশলগত আলোচনা করেছেন শি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট।

ফিন্যানশিয়াল টাইমস চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেওয়ার পর তাদের মধ্যে দ্বিতীয়বার টেলিফোনে কথা হলো।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে যুক্তরাষ্ট্রের দিক থেকে বাইডেন স্পষ্ট করে বলেছেন, দুই দেশের মধ্যে চলমান প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে সামাল দেবে ওয়াশিংটন। 

প্রতিযোগিতা যেন সংঘাতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে দুই দেশের দায়িত্বশীল আচরণ প্রয়োজন বলেও মত দেন এই বিশ্বনেতা।

সূত্র : ফিন্যানশিয়াল টাইমস।সাতদিনের সেরা