kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

ঘূর্ণিঝড় ইডা: নিউ জার্সি ও নিউইয়র্ক পরিদর্শন করলেন বাইডেন

অনলাইন ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০২১ ০৮:০১ | পড়া যাবে ১ মিনিটেঘূর্ণিঝড় ইডা: নিউ জার্সি ও নিউইয়র্ক পরিদর্শন করলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শক্তিশালী ঘূর্ণিঝড় ইডায় ক্ষতিগ্রস্ত এলাকা নিউ জার্সি ও নিউইয়র্ক পরিদর্শন করেছেন। জানা গেছে, নিউ জার্সি ও নিউইয়র্কের পরিস্থিতি পর্যবেক্ষণ করে হতাহতদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাইডেন। 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় ইডার প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর জেরে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিউ জার্সি, নিউইয়র্ক, লুইজিয়ানাসহ বেশ কিছু জায়গা। 

ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে বহু ঘর-বাড়ি। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট।

পরবর্তীতে ঝড় এলে তা মোকাবিলায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের অবকাঠামো মজবুতভাবে তৈরি করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জো বাইডেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় ইডার আঘাতে নিউ জার্সিতেই মারা গেছে ২৭ জন এবং নিউইয়র্কে মারা গেছে ১৩ জন। 
সূত্র: সিএনএন।সাতদিনের সেরা