kalerkantho

বৃহস্পতিবার । ১ আশ্বিন ১৪২৮। ১৬ সেপ্টেম্বর ২০২১।৮ সফর ১৪৪৩

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক   

১৮ আগস্ট, ২০২১ ১৮:০৮ | পড়া যাবে ১ মিনিটেভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে সুনামির সতর্ক সংকেত দেখানো হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তবে এএফপি জানিয়েছে, সুনামির সতর্ক সংকেত আবার নামানো হয়েছে। এই ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৪ কিলোমিটার (৫৬ মাইল) এবং পোর্ট ভিলার প্রায় ৩৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রাথমিক পর্যালোচনার পর বলছে, বিপজ্জনক সুনামির ঝুঁকি ‘এখন কেটে গেছে’।

সম্প্রতি হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে মৃতের সংখ্যা এখনও বাড়ছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজারে। চলছে উদ্ধারকাজ।সাতদিনের সেরা