kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

এবার আফগানিস্তান থেকে শরণার্থী নেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক   

৫ আগস্ট, ২০২১ ১৬:৪৬ | পড়া যাবে ২ মিনিটেএবার আফগানিস্তান থেকে শরণার্থী নেবে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের পর এবার  ব্রিটিশ সরকার আফগানদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্রিটিশ বাহিনীর সঙ্গে যেসব দোভাষী কাজ করেছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওই দেশে পুনর্বাসন করা হবে। মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের ইতোমধ্যে নিজ দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে আমেরিকার সরকার। এবার সেই পথেই হাঁটলো ব্রিটিশ সরকার। 

যুক্তরাজ্যের বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের জন্য কিছু করছে না ব্রিটিশ সরকার, এমন সমালোচনা শুরু হওয়ার পর এই পদক্ষেপ নিল দেশটি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আফগান দোভাষীদের বিষয়ে কিছুই করছে না ব্রিটিশ সরকার- এমন সমালোচনা উঠে এসেছে সাবেক সামরিক কর্মকর্তাদের থেকেই। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করেছেন এমন ৫০০ আফগান ও তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ৫০০ আফগান কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট সংখ্যা প্রায় আড়াই হাজার।

এই আড়াই হাজার আফগানকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। এ ছাড়া ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের সরকার সাহায্য করছে না—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে নাকচ করে দিয়েছেন বেন ওয়ালেস ও প্রীতি প্যাটেল। আফগানিস্তান থেকে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে তালেবান। আর এরপর থেকে ঝুঁকির মুখে পড়েছে গত দুই দশক ধরে মার্কিন বাহিনীকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করা আফগানিস্তানের অনেক নাগরিক। 

এ কারণেই দেশটির নাগরিকদের সাহায্য করতে মার্কিন প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে মার্কিন আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাপের মুখে আফগানদের অভিবাসনে নতুন উদ্যোগ নেয়।

সূত্র: এএফপি।সাতদিনের সেরা