kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২১ ০৯:৪৪ | পড়া যাবে ১ মিনিটেনিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা ও ব্রিটিশ প্রিন্স চার্লসের বিয়ের এক টুকরো কেক। জানা গেছে, কেকটি ৪০ বছরের পুরনো। ১১ আগস্ট তা নিলাম হওয়ার কথা রয়েছে।

বিয়েতে হাতে সাদা গোলাপ-টিউলিপের তোড়া ছিল প্রিন্সেস ডায়ানার। সাদা প্রিন্সেস গাউন, মাথায় স্পেনসার টিয়ারা পরে পরীর বেশে সেন্ট পলস ক্যাথিড্রালে গিয়েছিলেন তিনি।

প্রিন্স চার্লসের সঙ্গে ১৯৮১ সালে বিবাহে আবদ্ধ হন ডায়ানা। বিয়ে উপলক্ষে ব্রিটিশ রাজবাড়িতে ২৩টি কেক কাটা হয়েছিল। কেকের এই টুকরোটি যত্ন করে রেখে দিয়েছিলেন রানির কর্মচারী মোয়রা স্মিথ। 

কেকের ওই টুকরো আগামী ১১ আগস্ট নিলামে তুলতে যাচ্ছে নিলাম সংস্থা ডমিনিক উইন্টার। মোয়রা ওই কেক যত্নে নিজের কাছে রেখেছিলেন ২০০৮ সাল পর্যন্ত। পরে এক ব্যক্তি তার কাছ থেকে চেয়ে নিজের বাড়িতে রাখেন কেকটি।

সূত্র: সিএনএন।সাতদিনের সেরা