kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

আলাস্কায় ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

অনলাইন ডেস্ক   

২৯ জুলাই, ২০২১ ১৪:৪৯ | পড়া যাবে ১ মিনিটেআলাস্কায় ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

যুক্তরাষ্ট্রের আলাস্কান উপদ্বীপে আট দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে, পেরিভিলে শহর থেকে ৯১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়।

এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেম এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তিন ঘণ্টার মধ্যে কিছু উপকূলে সুনামি আঘাত হানতে পারে।

জানা গেছে, আলাস্কার বৃহত্তম শহর অ্যাংকোরেজ থেকে ৫০০ মাইল দূরের ছোট্ট গ্রাম পেরিভিলে। এর আগে ২০২০ সালের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছিল।
সূত্র : এএফপি।সাতদিনের সেরা