kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

ছেলের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাবেক স্ত্রী ও তার বয়ফ্রেন্ডকে হত্যা!

অনলাইন ডেস্ক   

২৮ জুলাই, ২০২১ ১৭:০০ | পড়া যাবে ২ মিনিটেছেলের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাবেক স্ত্রী ও তার বয়ফ্রেন্ডকে হত্যা!

আমেরিকার টেক্সাসে ছেলের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন বাবা। মাঠে গিয়ে দেখেন, বয়ফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে এসেছেন তার সাবেক স্ত্রী। মাথা ঠিক রাখতে না পেরে রিভলভার দিয়ে দুজনকেই গুলি করে হত্যা করলেন তিনি। বয়ফ্রেন্ডটির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই আর ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 

এদিকে এ ঘটনার ঘণ্টাদুয়েক পর হত্যাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে ধারণা করা হচ্ছে। 

৪২ বছর বয়সী লুসিও এস্ট্রাডা মোলিনা তার এক ছেলের খেলা দেখতে গিয়েছিলেন স্থানীয় মাতিয়াস আলমেইদা ট্রেনিং সেন্টারে। ছোটখাট মাঠ, মাঠের গায়েই রয়েছে পার্কিং লট। সেখানেই ৩৫ বছর বয়সী সাবেক স্ত্রী ডালিয়া গ্যারে এবং তার ২৯ বছর বয়সী বয়ফ্রেন্ডকে দেখতে পান লুসিও। পার্কিং লটেই রুপালি রিভলভার দিয়ে পরপর গুলি চালাতে থাকেন তিনি।

গুলির শব্দ পেতেই প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন খেলোয়াড়রা। সাইডবেঞ্চে বসে থাকা এক ফুটবলার বলছেন, তিনি প্রথমে ভেবেছিলেন কোনো গাড়ির টায়ার ফেটেছে। কিন্তু পার্কিং লটের দিকে তাকাতেই বুঝতে পারেন গুলি চলছে। এরপর ভয়ে সব বেড়া টপকে যে যেদিক পেরেছে পালিয়ে গেছে।
সূত্র : ডেইলি মেইলসাতদিনের সেরা