kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

সম্পর্ক উন্নয়নে সৌদি-পাকিস্তান একসঙ্গে কাজ করবে

অনলাইন ডেস্ক   

২৮ জুলাই, ২০২১ ১২:৫৬ | পড়া যাবে ১ মিনিটে



সম্পর্ক উন্নয়নে সৌদি-পাকিস্তান একসঙ্গে কাজ করবে

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দেশ দুটি একসঙ্গে কাজ করবে। গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় সফরকালে একথা বলেন। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় তাদের এ বৈঠক ​উভয় দেশের অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তি ক্ষেত্রে উভয় দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে ব্যবসায়ীদের বিনিয়োগে উত্সাহিত করা হবে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। 

এর আগে গত মে মাসে তিন দিনের সফরে সৌদি আরব গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় ইমরান খান সৌদি-পাকিস্তান সম্পর্ক ব্যাপক উন্নয়ন ও সহযোগিতা বিস্তৃত করতে একটি সুপ্রিম কোঅর্ডিনেশন কাউন্সিল প্রতিষ্ঠায় সম্মতি জানিয়েছিলেন। 

এ সময় জলবায়ু ও পরিবেশ ছাড়াও দুই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান ও সৌদি আরব কাজ করবে বলে জানান প্রিন্স ফয়সাল। 

সূত্র : আরব নিউজ 



সাতদিনের সেরা