kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত উইঘুর বিজ্ঞানিকে আটক রেখেছে চীন

অনলাইন ডেস্ক   

২৭ জুলাই, ২০২১ ১১:৫৮ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত উইঘুর বিজ্ঞানিকে আটক রেখেছে চীন

চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের একজন উইঘুর গবেষক বিজ্ঞানির সোশ্যাল মিডিয়ায় আগে সরব উপস্থিতি থাকলেও পরে তিনি নিরব হয়ে যান। জানা গেছে, তিনি আটক হয়েছেন। জিনজিয়াং প্রদেশে বহু বুদ্ধিজীবী জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে আটককেন্দ্রে দিনাতিপাত করছেন।

জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন চীনা নাগরিক তুরসানজান নুরমামাত। ইয়োমিং ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। 

টংজি ইউনিভার্সিটির একটি সূত্র জানিয়েছে, তিনি তিন মাস ধরে আটক আছেন। সাংহাইয়ের টংজি ইউনিভার্সিটির একজন কর্মকর্তা বলেছেন, তুরসানজান নুরমামাত পুলিশি  হেফাজতে আছেন এবং তার ব্যাপারে তদন্ত চলছে।

তিনি আরো বলেছেন, তদন্ত এখনো চলমান রয়েছে। আমরা সাধারণ কিছু তথ্য জানি। এর বেশি কিছু জানি না। জন নিরাপত্তা ব্যুরো আমাদের সঙ্গে কথা বলেনি।

টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় পোস্ট ডক্টরাল গবেষণা করেন তুরসানজান। উইঘুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং ধর্মীয় চিন্তার নেতাদের সর্বশেষ মতামত হলো- মুসলিম এবং উইঘুর সংস্কৃতি মুছে ফেলার বৃহত্তর প্রচেষ্টা চালাচ্ছে চীন। বিষয়টি নিজের গবেষণায় তুলে এনেছেন তুরসানজান।
সূত্র: রেডিও ফ্রি এশিয়া।সাতদিনের সেরা