kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

এ বছরই ইরাক ছাড়বে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক   

২৭ জুলাই, ২০২১ ১০:১৪ | পড়া যাবে ১ মিনিটেএ বছরই ইরাক ছাড়বে মার্কিন বাহিনী

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ মার্কিন বাহিনী ইরাক ছেড়ে চলে যাবে। যদিও এই সময়ের পর ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং উপদেশ দেওয়া অব্যাহত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদিমির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্টাংশ মোকাবেলায় স্থানীয় বাহিনীকে সহায়তা দিতে বর্তমানে ইরাকে প্রায় ২৫০০ মার্কিন সেনা রয়েছে। 

যুদ্ধরত সেনা তুলে নেওয়া হলেও ইরাকে প্রায় একই সংখ্যক মার্কিন সেনাবাহিনী থেকে যাবে। তবে যুদ্ধরত সেনা সরিয়ে নেওয়াকে ইরাকের প্রধানমন্ত্রীকে সহায়তা করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শুরু করা আরেকটি যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরই তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র : বিবিসি।সাতদিনের সেরা