kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

চীনে অগ্নিকাণ্ডে নিভে গেল ১৪ প্রাণ

অনলাইন ডেস্ক   

২৫ জুলাই, ২০২১ ১৪:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনে অগ্নিকাণ্ডে নিভে গেল ১৪ প্রাণ

চীনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। জানআ গেছে, জিলিন প্রদেশের একটি গুদামে আগুন লেগে তারা মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ১২ জন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএফপির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশটির শহর চাংচুনের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমলকল বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, অগ্নিদগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। 
সূত্র: এএফপি।সাতদিনের সেরা