kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

অনলাইন ডেস্ক   

২৪ জুলাই, ২০২১ ০৯:৩৭ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। 

জানা গেছে, বিক্ষোভ হয়েছে বেইতা গ্রামে। সেখানে সংঘর্ষে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে জমায়েত হয় হাজার হাজার ফিলিস্তিনি। অবৈধ বসতি বাড়ানোর প্রতিবাদে ওই এলাকায় নিয়মিত বিক্ষোভ হয়ে আসছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে দাঙ্গা হয়েছে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে শত শত ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী তা প্রতিহত করেছে।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, সংঘর্ষের ঘটনায় ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছে।

সূত্র: আল-জাজিরা।সাতদিনের সেরা