kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

পোপ ফ্রান্সিসের অপারেশন সম্পন্ন

অনলাইন ডেস্ক   

৫ জুলাই, ২০২১ ১৭:৫৩ | পড়া যাবে ১ মিনিটেপোপ ফ্রান্সিসের অপারেশন সম্পন্ন

খ্রিস্টান রোমান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের কোলন সমস্যায় অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার ভ্যাটিকানের প্রেস অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভ্যাটিকানের হলি সি প্রেস অফিসের পরিচালক ম্যাটিও ব্রুনির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ৮৪ বছর বয়সী পোপকে এর আগে কোলনের সমস্যায় রোমের গিমিলি পলিক্লিনিকে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় পোপের পূর্ব নির্ধারিত অপারেশন সম্পন্ন করা হয়।

তবে বিবৃতিতে অপারেশনের বিষয়ে আর কোনো তথ্য বা পোপ হাসপাতালে আর কতদিন থাকবেন সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর এটিই প্রথম পোপ ফ্রান্সিসের হাসপাতালে ভর্তি হওয়ার প্রকাশ্য ঘটনা।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা ও ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলিসহ বিভিন্ন দেশের ক্ষমতাসীন নেতা ও শুভানুধ্যায়ীরা পোপের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।

সূত্র : আনাদেলু এজেন্সি।সাতদিনের সেরা