kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

কানাডায় আবাসিক স্কুলে মিলল ১৮২ কবর

অনলাইন ডেস্ক   

১ জুলাই, ২০২১ ১৮:৫৯ | পড়া যাবে ১ মিনিটেকানাডায় আবাসিক স্কুলে মিলল ১৮২ কবর

কানাডার একটি আদিবাসী গোষ্ঠী দাবি করছে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি সাবেক আবাসিক বিদ্যালয়ের কাছে ১৮২টি অচিহ্নিত কবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এবারের কবরগুলো পাওয়া গেছে ক্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন স্কুলের কাছে।

এর আগে, মে ও জুন মাসেও এমন ধরনের দুটি বিদ্যালয় থেকে কয়েক শ কবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদিবাসী নেতারা ধারণা করছেন, তদন্ত অব্যাহত থাকলে আরও কবর পাওয়া যাবে। ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল হিস্ট্রি অ্যান্ড ডায়ালগ সেন্টারের তথ্যমতে, স্কুলটি ১৮৯০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত চালু ছিল। এটি ক্যাথলিক চার্চের অধীনে পরিচালিত হতো। সেখানে আদিবাসী শিশুদের রেখে আধুনিক কানাডীয় সমাজের সঙ্গে খাপ খাওয়ানোর মতো শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল।

লোয়ার কুটানি ব্যান্ড নামে একটি আদিবাসী সংগঠন বুধবার জানিয়েছে, তারা মাটির নিচে অনুসন্ধানযোগ্য রাডার ব্যবহার করে স্কুলটির জায়গায় সাত থেকে ১৫ বছর বয়সী শতাধিক শিশুর দেহাবশেষ খুঁজে পেয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার ক্যানব্রুকের সেন্ট ইউজিনস মিশন আবাসিক বিদ্যালয়ে ১৮২ জনের দেহাবশেষ পাওয়া গেছে।
সূত্র : আলজাজিরাসাতদিনের সেরা