kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

দিল্লিতে জুতা কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ২৪ ইঞ্জিন ঘটনাস্থলে

অনলাইন ডেস্ক   

২১ জুন, ২০২১ ১২:৫৭ | পড়া যাবে ১ মিনিটেদিল্লিতে জুতা কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ২৪ ইঞ্জিন ঘটনাস্থলে

ভারতের দিল্লির পশ্চিমাঞ্চলে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। জানা গেছে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর ২৪টি ইঞ্জিন। 

আজ সোমবার সকালের অগ্নিকাণ্ডে কেউ জখম হওয়ার খবর জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগার খবর আসে। 

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীর ২৪টি ইঞ্জিন। তবে দেড় ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে দমকল বাহিনী।

পশ্চিম দিল্লির উদ্যোগ নগরের ওই জুতার কারখানায় আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি। দমকল বাহিনী বলছে, আগুন নেভানোর কাজ চলছে। আপাতত কারখানার ভেতরে কেউ আটকে নেই বলেই মনে করছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
সূত্র: আনন্দবাজারসাতদিনের সেরা