kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

করোনায় আক্রান্ত সিংহ, ভারতের সাহায্য চায় শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ১৪:৪৪ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত সিংহ, ভারতের সাহায্য চায় শ্রীলঙ্কা

প্রতীকী ছবি

শ্রীলঙ্কায় প্রথম কোনো প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। জানা গেছে, ‘থর’ নামে ১১ বছর বয়সী একটি সিংহ করোনায় আক্রান্ত হয়েছে। 

শাবক অবস্থায় শ্রীলঙ্কাকে সিংহটি ২০১৩ সালে উপহার দিয়েছে দক্ষিণ কোরিয়া। সিংহটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শ্রীলঙ্কা। এ অবস্থায় ভারতের কাছে জরুরি সহায়তা চাওয়া হয়েছে।

শ্রীলঙ্কার ডিপার্টমেন্ট অব ন্যাশনাল জুওলজি গার্ডেনসের মহাপরিচালক ইশিনি বিক্রমাসিংহে বিবৃতিতে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সিংহ থর। তার চিকিৎসার জন্য আমরা ভারতের কাছে পরামর্শ আর চিকিৎসা সহায়তা চেয়েছি। 

তিনি আরো জানান, থর গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। পাশাপাশি কিছু খেতেও পারছিল না। পরীক্ষা করালে সিংহটির করোনা পজিটিভ আসে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসসাতদিনের সেরা