kalerkantho

শুক্রবার । ১৫ শ্রাবণ ১৪২৮। ৩০ জুলাই ২০২১। ১৯ জিলহজ ১৪৪২

চীনকে বিশ্বাস করে না অস্ট্রেলিয়ানরা, জানা গেল গবেষণায়

অনলাইন ডেস্ক   

১৯ জুন, ২০২১ ১২:৩২ | পড়া যাবে ১ মিনিটেচীনকে বিশ্বাস করে না অস্ট্রেলিয়ানরা, জানা গেল গবেষণায়

চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন বেশিরভাগ অস্ট্রেলিয়ান। ইউনিভার্সিটি অব টেকনোলজি'র অস্ট্রেলিয়া-চায়না রিলেশন্স ইন্সটিটিউট পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়া-চায়না রিলেশন্স ইন্সটিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, জটিল এক চিত্র উঠে এসেছে। অস্ট্রেলিয়ানরা স্পষ্টভাবে এখনো এই গোলযোগের সময়টি বোঝার এবং ক্রমাগতভাবে বিকশিত কৌশলগত পরিস্থিতি জানার চেষ্টা করছে।

জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার বেশিরভাগ জনগণ (৭৬ শতাংশ) চীন সরকারের ব্যাপারে অবিশ্বাসের কথা জানিয়েছেন।

জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনে অন্তত ছয়জন (৬৩ শতাংশ) বিশ্বাস করেন, চীনের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্কের ব্যাপারে অস্ট্রেলিয়ার সরকারের কঠোর হওয়া দরকার।
সূত্র: জাস্ট আর্থ নিউজসাতদিনের সেরা