kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

গাজায় আবারও বিমান হামলা চালাল ইসরায়েল

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ১৬:০৩ | পড়া যাবে ২ মিনিটেগাজায় আবারও বিমান হামলা চালাল ইসরায়েল

আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় গভীর রাতে বিমান হামলা চালায় দেশটি। বেলুন ছোড়ার জেরে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিনের গাজায় এই হামলা হয় বলে জানিয়েছে সিএনএন। 

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ফিলিস্তিনি বাহিনী ইসরায়েল লক্ষ্য করে বেলুন ছুড়ে। এতে দেশটির দক্ষিণাঞ্চলের আটটি স্থানে আগুন ধরে যায়। জবাবে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আবারও হামলা চালিয়েছে তারা।

বার্তা সংস্থা এএফপি বলছে, গাজা উপত্যকার বিভিন্ন স্থান (হামাসের ভবন) লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত হামলা চালিয়েছে আইডিএফ। খান ইউনিস এবং গাজা শহরেই এসব হামলা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। সেই লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান আভিভ কোহাভি। হামাসের স্থাপনা লক্ষ্য করে আইডিএফ হামলা চালিয়ে যাবে এবং এর জন্য দায়ী থাকবে হামাস।

এর আগে গত মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে নারী-শিশুসহ আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন, আলজাজিরা।সাতদিনের সেরা