kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

পশ্চিমবঙ্গে রেল টানেলে দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ১০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেপশ্চিমবঙ্গে রেল টানেলে দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

পশ্চিমবঙ্গের সেবক -সিকিম  রেল টানেলে নির্মাণ কাজ চলার সময় ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।

দার্জিলিয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুষুলধারে বৃষ্টিপাত শুরু ওই এলাকায়। প্রবল বর্ষণের জেরেই ধসে পড়ে মাটি। এই ধসের কারণেই ১০ নম্বর রেলটানেলে দুর্ঘটনা ঘটেছে।

আহত শ্রমিকদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহতেরা। আপাতত বন্ধ রয়েছে ওই রেল টানেলের কাজ।সাতদিনের সেরা