kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ইরানে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ডেস্ক   

১৮ জুন, ২০২১ ০৯:৫২ | পড়া যাবে ১ মিনিটেইরানে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন

ইরানে শুরু হয়েছে ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে প্রয়োজনে সময় রাত ২টা পর্যন্ত বাড়ানো হতে পারে। আর শনিবার নির্বাচনের ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। তিন জন সরে দাঁড়ানোয় এখন প্রার্থী রয়েছেন চার জন। এরইমধ্যে শুক্রবার সকালে তেহরানে নিজ ভোট দিয়ে সবাইকে ভোটক্রেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেন, প্রতিটা ভোট গণনা করা হবে, ভোটক্রেন্দ্রে এসে নিজ পচ্ছন্দের প্রার্থীকে ভোট দিন কারণ দেশের ভবিষ্যৎ এর জন্য এ ভোট অনেক গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ইরানে গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

ইরানে মোট ভোটার রয়েছেন প্রায় ৫ কোটি ৯৩ লাখ। তাদের মধ্যে ২ কোটি ৯৩ লাখ ৩০ হাজার নারী ও ২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ভোটার পুরুষ।সাতদিনের সেরা