kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

তুরস্ক অবস্থান পাল্টাবে না: বাইডেনকে এরদোয়ান

অনলাইন ডেস্ক   

১৭ জুন, ২০২১ ২০:১৩ | পড়া যাবে ১ মিনিটেতুরস্ক অবস্থান পাল্টাবে না: বাইডেনকে এরদোয়ান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-৩৫ ও রাশিয়ান ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্ক। গত সোমবার  তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ কথা বলেছেন। 

তুর্কি প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের বলেন, আমি জো বাইডেনকে বলেছি যে, এফ-৩৫ বা এস-৪০০ ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে, এমন আশা না করাই ভালো। এ সময় আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাঙ্গেজুর করিডোর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথমে আজারবাইজানের অংশ ছিল জাঙ্গেজুর। কিন্তু ১৯২০ সালে এটিকে আর্মেনিয়ার দখলে দিয়ে দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এর মধ্য দিয়ে নাখচিভানসহ আরো কয়েকটি অঞ্চলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে আজারবাইজান।

সূত্র: আনাদেলু এজেন্সি।সাতদিনের সেরা