kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

বাইডেনের সঙ্গে এরদোয়ানের প্রথম বৈঠক কেমন ছিলো?

অনলাইন ডেস্ক   

১৫ জুন, ২০২১ ১২:১৫ | পড়া যাবে ১ মিনিটেবাইডেনের সঙ্গে এরদোয়ানের প্রথম বৈঠক কেমন ছিলো?

ব্রাসেলসের ন্যাটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ন্যাটের সম্মেলনে বৈঠকে মিলিত হয়ে এ কথা বলেন এরদোয়ান। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ছিলো তাদের প্রথম সাক্ষাত।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে এমন কোন সমস্যা নেই যা সমাধান করা যায় না । তিনি বলেন, সহযোগিতার পরিধি সমস্যার চেয়ে বেশি বিস্তৃত। বৈঠকে দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতাসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু উঠে এসেছে। এরদোয়ান বলেন, বাইডেনকে তুরস্ক সফরের দাওয়াত দিয়েছি। তিনি খুব সম্ভবত দ্রুতই তুরস্ক সফর করবেন।

এদিকে, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালো ও ইতিবাচক  বলেছেন বাইডেনও। বৈঠকে এক ঘণ্টারও বেশি সময় ধরে এই দুই নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
 সাতদিনের সেরা