kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

১৮০০ বছর আগের ভাস্কর্য পাওয়া গেল তুরস্কে

অনলাইন ডেস্ক   

১৩ জুন, ২০২১ ০৯:১৮ | পড়া যাবে ১ মিনিটে১৮০০ বছর আগের ভাস্কর্য পাওয়া গেল তুরস্কে

তুরস্কে এক হাজার ৮০০ বছর আগের একটি ভাস্কর্য পাওয়া গেছে। গতকাল শনিবার সে দেশের কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ থেকে এক নারীর ভাস্কর্যটি পাওয়া গেছে।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের খনন বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, ইজমির প্রদেশের তোরবালি জেলার মেট্রোপলিস শহরে ভাস্কর্যটি পাওয়া যায়। চলতি বছরের শেষ পর্যন্ত চলবে খননকাজ।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং জেলাল বায়ার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কয়েক বছর ধরে অনুসন্ধান চলছে সেখানে। মেট্রোপলিস শহরে ক্লাসিক্যাল, হেলেনিস্টিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান যুগের নিদর্শন রয়েছে।  
সূত্র : ইয়েনি শাফাক। সাতদিনের সেরা