kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

তিন বছরের শিশুদেরও টিকা দেবে চীন

কালের কণ্ঠ ডেস্ক    

৭ জুন, ২০২১ ০৩:৩৮ | পড়া যাবে ১ মিনিটেতিন বছরের শিশুদেরও টিকা দেবে চীন

তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের সিনোভ্যাকের করোনা টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে চীন। সিনোভ্যাক বায়োটেক কম্পানির প্রধান ইয়িন উইডং গতকাল রবিবার এই তথ্য জানিয়েছেন। চীনে বর্তমানে যাদের বয়স ১৮ বছরের বেশি, শুধু তাদের টিকা দেওয়া হচ্ছে।

গত ১ জুন চীনের দ্বিতীয় কভিড-১৯ টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অনুমোদন পায় সিনোভ্যাকের ‘করোনাভ্যাক’। চীনের শিশুদের এই টিকাই দেওয়া হবে, যদিও ডাব্লিউএইচওর বিশেষজ্ঞ প্যানেল ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের টিকার দুই ডোজ সুপারিশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার কারণে অন্য দেশগুলো এই টিকায় আস্থা রাখতে পারবে। সূত্র : এনডিটিভি।সাতদিনের সেরা