kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

আইসল্যান্ডে ২০ বছরে সাড়ে ৭০০ বর্গকিলোমিটার বরফ গলে গেছে

অনলাইন ডেস্ক   

২ জুন, ২০২১ ১৬:০৬ | পড়া যাবে ১ মিনিটে



আইসল্যান্ডে ২০ বছরে সাড়ে ৭০০ বর্গকিলোমিটার বরফ গলে গেছে

গত ২০ বছরে (২০০০ থেকে ২০১৯) বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহের দেশ আইসল্যান্ডে বিপুল পরিমাণে বরফ গলেছে। দেশটির সায়েন্টিফিক জার্নাল ‘জোকাল’-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, ২০০০ থেকে ২০১৯ পর্যন্ত আইসল্যান্ডের হিমবাহের প্রায় সাড়ে ৭০০ বর্গকিলোমিটার হারিয়েছে। যা দেশটির স্থলভাগের প্রায় ৭ শতাংশ। 

আইসল্যান্ড স্থলভাগের ১০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে হিমবাহ। হিমবাহ ক্ষয়ের ফলে ২০১৯ সালে দেশটির আয়তন কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৪০০ বর্গকিলোমিটার। ১৮৯০ সাল থেকেই উল্লেখযোগ্য হারে হিমবাহ গলে যাওয়া শুরু করেছে আইসল্যান্ডে। তবে ২০০০ সালের পর থেকে এই হার দ্রুত বেড়েছে। হিমবাহ বিশেষজ্ঞদের একাংশের মতে, ২২০০ সালের মধ্যে আইসল্যান্ডের বরফ স্তর সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

গত এপ্রিলে ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়, উষ্ণতা বাড়ার কারণে বিশ্বের কমপক্ষে ২ লাখ ২০ হাজার হিমবাহের প্রায় সব কটি খুব দ্রুত হারে গলছে। ফলে সমুদ্রপৃষ্ঠের পানি বাড়ছে। এতে উপকূলবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি।



সাতদিনের সেরা