kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

করোনায় ভারতীয় ধরনের নাম 'ডেল্টা ভ্যারিয়েন্ট'

অনলাইন ডেস্ক   

২ জুন, ২০২১ ১১:০১ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ভারতীয় ধরনের নাম 'ডেল্টা ভ্যারিয়েন্ট'

প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারিতে ভারতে শনাক্ত হওয়া ধরনকে 'ডেল্টা ভ্যারিয়েন্ট' হিসেবে আখ্যায়িত করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সেই সঙ্গে আরো বেশ কয়েকটি ধরনেরও নাম ঘোষণা করা হয়েছে। 

জানা গেছে, করোনায় যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরনের নাম আলফা, দক্ষিণ আফ্রিকার ধরন বিটা, ব্রাজিলের ধরন গামা এবং ভারতের ধরনকে ডেল্টা হিসেবে নামকরণ করা হয়েছে।

নতুন এই নামগুলো অনেক আলোচনা ও সম্ভাব্য নামকরণব্যবস্থা পর্যালোচনা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

বিজ্ঞানীরা ভারতে শনাক্ত হওয়া ধরনকে ডেল্টা নাম দিলেও পৃথিবীতে এরই মধ্যে করোনা ‘ভারতীয় ধরন’ হিসেবেই তা পরিচিতি পেয়েছে। এদিকে এ নামকরণের ব্যাপারে আপত্তি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি প্রশাসনের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের কোনো ধরনের সঙ্গে কোনো দেশের নাম উল্লেখ করে না। ফলে এটিকে ভারতীয় ধরন হিসেবে উল্লেখ করা অবান্তর।

সূত্র : ইন্ডিয়া টুডে।সাতদিনের সেরা