kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

নারদা মামলায় জামিন পেলেন তৃণমূলের চার নেতা

অনলাইন ডেস্ক   

২৮ মে, ২০২১ ১৮:৪০ | পড়া যাবে ১ মিনিটেনারদা মামলায় জামিন পেলেন তৃণমূলের চার নেতা

পশ্চিমবঙ্গের নারদা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট চারজন নেতা। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ।

শুক্রবার দু’লাখ রুপির ব্যক্তিগত বন্ডে সেই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। তবে, জামিনের সঙ্গে কয়েকটি শর্ত দিয়েছে হাইকোর্ট। তারমধ্যে অন্যতম হলো- তারা কেউ গণমাধ্যমের মুখোমুখি হতে পারবে না। এবং মামলা সংক্রন্ত কোনো তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না।

প্রসঙ্গত, নারদা ঘটনায় গত ১৭ মে ফিরহাদ হাকিমসহ চার শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করে সিবিআই। ওই দিন নিম্ন আদালত গ্রেফতারকৃতদের জামিন দেন। কিন্তু তাতে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ওই ভূমিকার সমালোচনা করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই নারদ মামলা নিয়ে হাইকোর্টে ফের শুনানি শুরু হয়। সাতদিনের সেরা