kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব : ওড়িশায় দুজন নিহত

অনলাইন ডেস্ক   

২৬ মে, ২০২১ ১৬:০০ | পড়া যাবে ২ মিনিটেঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব : ওড়িশায় দুজন নিহত

ভারতের ওড়িশায় শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অন্তত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১০ লাখ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত এতথ্য জানান। এছাড়া রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।

ওড়িশায় বুধবার সকালে আঘান হানে ইয়াস। ১৪০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ছে সেখানে। ভারতের আবহাওয়া বিভাগ 'ইয়াসকে অতি মারাত্মক ঝড়' হিসেবে অভিহিত করেছে। টেলিভিশন প্রতিবেদনে দেখা যায়, ওড়িশার সাগর ভীষণ উত্তাল, প্রবল বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক বলেন, 'সকাল ৯টার দিকে স্থলভাগে আঘাত হানে ইয়াস। এটি তিন-চার ঘণ্টা ধরে চলবে। দুপুরের মধ্যে ইয়াস ওড়িশা পার হয়ে পার্শবর্তী পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

বিজ্ঞানীরা বলছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সম্প্রতি বেশ ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে উপকূলীয় অঞ্চলে। গত সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় তাওকতে। এতে অন্তত ১৫৫ জন নিহত হন।
সূত্র : আলজাজিরাসাতদিনের সেরা